কক্সবাজার থেকে : কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের অস্থায়ী বসতিতে বন্যহাতির হামলায় চারজন নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর রাতে বালুখালীর ওই রোহিঙ্গা বসতিতে বন্যহাতির দল হানা দিলে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
এ সময় আরো পাঁচ রোহিঙ্গা সদস্য আহত হন। তাদের শরণার্থী ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। দুপুরে আহতদের মধ্যে দুজন মারা যান।
স্থানীয়রা জানায়, বালুখালীর বনভূমির পাশের ওই রোহিঙ্গা বসতিতে সাতটি ঘর রয়েছে। নতুন করে আসা রোহিঙ্গারাই সেখানে আশ্রয় নিয়েছে।
এমটিনিউজ/এসএস