মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ১২:৪০:১৪

খালেদা জিয়ার চেয়ারে বসে বিব্রত মির্জা আব্বাস

খালেদা জিয়ার চেয়ারে বসে বিব্রত মির্জা আব্বাস

কক্সবাজার থেকে : রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক মিনিটের জন্যও চেয়ারে বসেননি। অবশ্য তার জন্য তিন স্পটেই একাধিক চেয়ার সাজানো ছিল।

ময়নারগোনায় খালেদা জিয়ার জন্য সাজিয়ে রাখা এমনই একটি চেয়ারে বসে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ক্লান্ত আব্বাস নিজেও পরে বিষয়টি বুঝতে পেরে ইতস্তত হয়ে উঠে পড়েন।

এদিকে ত্রাণ দলে থাকা স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বালুখালী-২ ক্যাম্প স্পটে যেতে সবার পেছনে পড়ে যান। স্পটে আসেন দেরিতে। চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে একটু সরিয়ে দাঁড়াতে গিয়ে তিনি বলেন, ‘এখানেই নেতার পাশে দাঁড়াই। এই এলাকায় কেউ ঠিকমতো জায়গা চেনায় না। এ বলে এদিক যাও, ও বলে ওদিক।’

বেগম জিয়া আসার আগ মুহূর্তে সারিবদ্ধভাবে দাঁড়ানো নিয়ে চেয়ারপারসনের ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তার উপর রুষ্ট হন কয়েকজন নেতা। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সবাইকে উপস্থিত দলের মহাসচিবের নির্দেশ শোনার তাগিদ দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন সারাক্ষণ উৎফুল্ল। রোহিঙ্গাদের ত্রাণ দিতে আসা চেয়ারপারসনের কর্মসূচি সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে