মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ১০:৪৭:৫৪

রোহিঙ্গা শিবিরে সাঁড়াশি অভিযান, আটক ২৬

 রোহিঙ্গা শিবিরে সাঁড়াশি অভিযান, আটক ২৬

নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবিরে সাঁড়াশি অভিযান চালিয়ে পাঁচ বিদেশি নাগরিকসহ ২৬ ব্যক্তিকে আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে এবং পাসপোর্ট জমা রেখে বিদেশিদের ছেড়ে দেওয়া হয়।
 
সোমবার রাত সাড়ে ৮টায় এ অভিযান শুরু করা হয়।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বা শিয়া ও শিবিরের ডি-৪ এলাকার বস্তি হিসেবে পরিচিত এলাকায় অভিযান চলে। আটক বাকি ২১ জনের মধ্যে চার রোহিঙ্গাসহ ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বাকিদের পুলিশে সোপর্দ করা হয়।    

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন রাত ১০টায় জানান, ‘কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করেই রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি সন্দেহভাজন লোকজন অবস্থান করে। বিশেষ উদ্দেশ্যে এসব ব্যক্তি শিবিরে অবস্থান নেওয়ার গোপন সংবাদ ছিল আমাদের কাছে। তাই অভিযান চালানো হয়। ’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে