নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় আটক দুই রোহিঙ্গা শরণার্থী নারীকে কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সোমবার জেলা গোয়েন্দা শাখার বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড থেকে ২ রোহিঙ্গা নারীকে আটক করে।
তারা হলেন- শুকতারা নিপা (২০), পিতা- মৃত মো. হারুন, মাতা- নয়মা বেগম, সাং-শ্রাও, থানা- মন্ডু, জেলা- আরকান, মিয়ানমার। অপরজন হোসনে আরা (২০), পিতা- মো. হাশেম, মাতা- হামিদা, সাং- চারকি পাং, থানা- মন্ডু, জেলা- আরাকান, মিয়ানমার।
পুলিশ জানায়, আটক রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে বলেন, তারা বাসযোগে ঢাকা যাওয়ার উদ্দেশে পৈরতলা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। আটককৃত রোহিঙ্গা শরণার্থীদ্বয়কে বিশেষ কন্ট্রোলরুম কক্সবাজারের সঙ্গে যোগাযোগ করে কক্সবাজার জেলাধীন উখিয়া থানার কুতুপালং শরণার্থী ক্যাম্পে বুঝিয়ে দেওয়ার জন্য আজ মঙ্গলবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে পাঠানো হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস