বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৬:২৪

বিকট শব্দে বিধ্বস্ত হয় বিমান দুটি, আতঙ্কে স্থানীয়রা

বিকট শব্দে বিধ্বস্ত হয় বিমান দুটি, আতঙ্কে স্থানীয়রা

নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে বিমানবাহীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। একটি বিমান বিধ্বস্ত হয় পৌরসভার পুটি বিলাহ পাল পাড়ায়। অপরটি বিধ্বস্ত হয় ছোট মহেশখালী ইউনিয়নের কম্বনিয়া গ্রামে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে পুলিশ।

ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানান, মহেশখালীতে বিমানবাহীর দুটি বিমানের সংঘর্ষে বিমানগুলো বিধ্বস্ত হয়। এতে ৪ জন নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবাহিনীর বরাত দিয়ে কক্সবাজারের এএসপি (ডিএসবি) শহীদুল ইসলাম বলেন, বিধ্বস্ত হওয়ার পর বিমানটির দুটি টুকরা দুই জায়গায় পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি লম্বা গোনা এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। যতটুকু জানতে পেরেছি, বিমানের পাইলট অক্ষত রয়েছেন। তবে বিমানটিতে আরও কেউ ছিলেন কি না, শহীদুল ইসলাম তা জানাতে পারেননি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, ইয়াক-৮ মডেলের প্রশিক্ষণ বিমানটি ঘণ্টা খানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল। পরে বিধ্বস্ত হয়। তবে পাইলটের ব্যাপারে বিস্তারিত তিনি জানেন না।

প্রত্যাক্ষদর্শীদের মতে এ দুর্ঘটনায় হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা জানিয়েছেন, বিমানটিতে যারা ছিলেন তাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রহমান জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্ব কালাদি কলাতলী এলাকায় বালুর মাঠে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় পাইলটসহ তিনজন আহত হয়েছিল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে