নিউজ ডেস্ক: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার কাজ আগামী ২২শে জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন দেশটির সমাজ কল্যাণ ও প্রত্যাবাসন বিষয়কমন্ত্রী উইন মায়াত আয়ে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি প্রথম ধাপে বাংলাদেশ থেকে ৪শ' ৫০ জন হিন্দু রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার কর্তৃপক্ষ। নাইপিদোতে মিয়ানমারের সমাজ কল্যাণমন্ত্রী ও দেশটির মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়া রোহিঙ্গাদের জন্য রাখাইনে শরণার্থী কেন্দ্র তৈরি করা হয়েছে বলেও জানান দেশটির প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী।
আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার পর রোহিঙ্গাদের ফেরত নিতে গেল মাসে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করে মিয়ানমার। পরে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে গঠিত হয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস