সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮, ০৯:৫২:৫৯

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসের গ্রান্ড ইমাম

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসের গ্রান্ড ইমাম

নিউজ ডেস্ক : মিয়ানমার আর্মির নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমানদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসের গ্রান্ড ইমাম শাইখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী।

শনিবার টেকনাফ ও উখিয়ার ক্যাম্প ঘুরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন গরিব অ্যান্ড এতিম ট্রাস্ট এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।

পরে টেকনাফ উপজেলার সাবরাং দারুল উলূম মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বায়তুল মোকাদ্দাসের গ্র্যান্ড ইমাম।

সভায় তিনি আরবিতে বক্তব্য দেন। আর তার বক্তব্য বাংলায় অনুবাদ করেন, আল ফালাহ সেন্টার ইউকে’র চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ খান।

ইয়াকুব আব্বাসীর উদ্বৃতি দিয়ে মাওলানা ফরিদ বলেন, বায়তুল মোকাদ্দাসের ইমাম নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজারের স্থানীয় লোকজনসহ বাংলাদেশের মানুষ রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসময় বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমাম আব্বাসী। এক সপ্তাহের সফরে গত শুক্রবার শাইখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী ঢাকা আসেন। ৩ ফেব্রুয়ারি তিনি প্যালেস্টাইন ফিরে যাবেন। এর আগে সিলেট, মৌলভীবাজার ও ঢাকায় কয়েকটি ধর্মীয় সভা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) গুলশান সোসাইটি মসজিদে তিনি জুমার নামাজ পড়াবেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে