কক্সবাজার থেকে : ঘটনাটি কক্সবাজার জেলার মহেশখালীর আদিনাথ মন্দিরের। মহাশিবরাত্রি এবং শিব চতুর্দশী মেলা উপলক্ষে লোকে লোকারণ্য পুরো মন্দির এলাকা। আর ওই এলাকায় আইন শৃঙ্খলা দায়িত্বে কর্তব্যরত রয়েছে পুলিশ সদস্যরা।
পূর্ণ্যার্থীদের সময় মতো পূজা দিতে হবে, তাই যে যার মতো পূজো দিতে সামনের দিকে ছুটছে। একজন বৃদ্ধা মা কাতর স্বরে সবার কাছে আকুতি মিনতি করে চলছে- উনাকে যেনো মূল মন্দিরে ঢোকার সুযোগ দেওয়া হয়।
বহু সময় ধরে এই অবস্থা চলার পর সেই বৃদ্ধা মায়ের অনুরোধ সবাই অগ্রাহ্য করলেও এমন মানবিক দৃশ্যটি চোখ এড়ায়নি পুলিশ কনস্টেবল আফতাব উদ্দিনের। বৃদ্ধার করুণ আকুতির প্রতি সাড়া দিয়ে পুলিশ কনস্টেবল আফতাব উদ্দিন সেই বৃদ্ধাকে পাঁজাকোলা করে বুকে তুলে নিলেন প্রায়ই হাঁটতে অক্ষম এই মাকে।
মন্দিরের একেবারে জিরো পয়েন্টে নিয়ে গিয়ে পূজা ও প্রাণখুলে প্রার্থনা করবার সুযোগ করে দিয়ে শেষে আবারো কোলে করে রেখে আসলেন নিরাপদ অবস্থানে। একজন মুসলিম যুবক আর এক হিন্দু বৃদ্ধ মা। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ পুলিশ যেন আবারও বুঝিয়ে দিয়ে গেল ‘সেবাই তাদের প্রকৃত ধর্ম’।
এমটিনিউজ/এসএস