টেকনাফ : বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি'র মধ্যে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে উভয় দেশের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা শেষে বাংলাদেশ সীমান্ত হতে পালিয়ে যাওয়া নয়টি মহিষ ফেরত আনা হয়েছে।
গত ১৯ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে খারাংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে পূর্ব মহেশখালীয়া পাড়ার সাবেক ইউপি মেম্বার আলী আকবরের মালিকানাধীন নয়টি মহিষ ওপারে চলে যায়। বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি বিজিপিকে অবহিত করলে তারা মহিষগুলো ফেরত দেওয়ার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাত শেষে এই নয়টি মহিষ ফেরত দেয়া হয়। বিজিবি মহিষগুলো ফেরত এনে মালিকের কাছে হস্তান্তর করেছে।