মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৫৫:১১

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘ'র্ষে নিহ'ত ৪

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘ'র্ষে নিহ'ত ৪

কক্সবাজার থেকে : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সং'ঘ'র্ষে ৪ জন নিহ'ত হয়েছেন। আহ'ত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে লম্বাশিয়ার চারমুয়া (চৌমুহনী) তাবলিগ জামাতের মারকাজ এলাকায় এ ঘ'টনা ঘ'টে। প্রতিদিন এ ধ'রনের হ'ত্যাকা'ণ্ডের ঘ'টনায় রোহিঙ্গা ক্যাম্পে এক ভী'তিকর পরি'স্থি'তির সৃষ্টি হয়েছে। 

আ'ত'ঙ্কে রয়েছেন সাধারণ রোহিঙ্গারা। এ ঘ'টনার পরপরই পরি'স্থিতি নিয়'ন্ত্রণে অতিরিক্ত আর্মড ব্যাটালিয়ান মোতায়েন করা হয়েছে। নিহ'তদের মধ্যে মুন্নার ভাই মোহাম্মদ ও গিয়াস উদ্দিনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে শরণা'র্থী ত্রা'ণ ও প্র'ত্যা'বাসন কমিশনার (আরআরসি) অফিস সূ'ত্র ৪ জন নিহ'তের বিষয়টি নি'শ্চিত করেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ক্যাম্পে সং'ঘ'র্ষের ঘ'টনায় ৪ জন রোহিঙ্গার লা'শ উ'দ্ধারের বিষয়টি নি'শ্চি'ত করেছেন। ক্যাম্পের পরি'স্থি'তি নিয়'ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃ'ঙ্খ'লা বা'হি'নী মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, মঙ্গলবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সং'ঘ'র্ষে ৪ নিহ'ত হন। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে