সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ০২:১২:০৪

বাসায় ঢুকে বিএনপি নেতাকে গুলি!

বাসায় ঢুকে বিএনপি নেতাকে গুলি!

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার লিয়াকত আলীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে ঝিলংজার বিসিক শিল্প নগরী এলাকায় নিজের বাসার উঠোনে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় লিয়াকত আলী মেম্বারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড স্টেশনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। তারা হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে