শনিবার, ২১ মে, ২০১৬, ০৪:৪৭:০৯

৭২ বছর পর

৭২ বছর পর

জাহেদ সরওয়ার ও এস এম হানিফ: সৈনিক ইউসুফ মুরদিমি বুরাতাই। ব্রিটিশ সৈনিক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কক্সবাজারের চকরিয়ায় ছিলেন। যুদ্ধ করেছেন বার্মা ফ্রন্টে। তাঁর পুত্র নাইজেরিয়ার বর্তমান সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে ৭২ বছর পর তিনি আবার ফিরে এলেন সেই স্মৃতি হাতড়াতে। ‘৭২ বছর আগে অস্ত্র হাতে পাহাড় থেকে সমতলে বীরদর্পে ঘুরেছি। আর এখন হুইলচেয়ারই সঙ্গী হয়েছে।’ এভাবেই হারানো দিনের কথা বললেন ইউসুফ মুরদিমি বুরাতাই। সাবেক এই সৈনিক ১৯৪২-১৯৪৪ সালে নাইজেরিয়া সেনাবাহিনীর লেন্স করপোরাল ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কক্সবাজারের চকরিয়ার পুরোনো বিমানবন্দর ও ফাঁসিয়াখালী সেনাক্যাম্প এলাকায় থাকতেন তিনি। আর যুদ্ধ করতেন বার্মা ফ্রন্টে। ইউসুফ মুরদিমি বুরাতাইয়ের সন্তানও একজন সৈনিক। তিনি লে. জেনারেল টুকুর ইউসুফ বুরাতাই, নাইজেরিয়ার বর্তমান সেনাপ্রধান। এই সেনাপ্রধানের বাংলাদেশ সফরে সঙ্গী হয়েছিলেন তাঁর বাবা। ৭২ বছর পর ছেলের সঙ্গে এসে ১২ মে সেই স্মৃতি হাতড়ে বেড়ান বিশ্বযুদ্ধের সেই যোদ্ধা ইউসুফ মুরদিমি বুরাতাই।


১২ মে বেলা ১১টায় নাইজেরিয়ার সেনাপ্রধান ও তাঁর বাবাকে নিয়ে প্রথমে চকরিয়ার পুরোনো বিমানবন্দর (বর্তমানে সেনাক্যাম্প) এলাকায় নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। নাইজেরিয়ার সেনাপ্রধানের সফরসঙ্গী ছিলেন সে দেশের নয়জন সেনাসদস্য। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। পুরোনো বিমানবন্দর এলাকা ঘুরে যখন ফাঁসিয়াখালী সেনাক্যাম্প এলাকায় যান তাঁরা, সে সময় নিজেকে আর ধরে রাখতে পারেননি ইউসুফ মুরদিমি। ফিরে গেছেন যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে। ইউসুফ মুরদিমি বুরাতাই ফাঁসিয়াখালী সেনাক্যাম্পের একটা জায়গা দেখিয়ে বলেন, ‘এখানে একটি অস্থায়ী গণকবর রয়েছে। বিশ্বযুদ্ধের সময় এই গণকবরে অনেক সৈনিককে অস্থায়ীভাবে সমাহিত করা হতো। পরে সেখান থেকে তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো।’ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউসুফ মুরদিমি।

ইউসুফ মুরদিমি বুরাতাইকে নিয়ে যাওয়া হয় মালুমঘাট বন্দরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বন্দর ব্যবহৃ​ত হত। এরপর তিনি যান মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে এলএমজির বুলেটের একটি খোসা উপহার দেয়। এই বুলেট ব্যবহৃত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ‘১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮১ ওয়েস্ট আফ্রিকান ডিভিশনের সদস্য হিসেবে বার্মা ফ্রন্টে যুদ্ধ করেছিলাম।’ সাংবাদিকদের এভাবেই বলেন ইউসুফ মুরদিমি। ‘যুদ্ধের পরে দেশে ফিরে কর্মব্যস্ত হয়ে সবকিছু ভুলে যাই। কিন্তু অবসরজীবনে সৈনিক জীবনের স্মৃতি তাড়িয়ে বেড়ায় আমাকে। ইচ্ছে হতো বাংলাদেশ থেকে ঘুরে আসি। একবার ছেলেকে সে ইচ্ছের কথা জানিয়েছিও। আমার ছেলে সেই ইচ্ছে পূরণ করেছে।’

নাইজেরিয়ার সেনাপ্রধান লে. জেনারেল টুকুর ইউসুফ বুরাতাইর সঙ্গে আসা নয় সদস্যের প্রতিনিধিদল রামু সেনানিবাস ঘুরে দেখে। সেখানে গাছের একটি চারা রোপণ করেন তাঁরা। টুকুর ইউসুফ বুরাতাই বলেন, ‘বাবার ইচ্ছে পূরণ করতে তাঁকে এবার সঙ্গে নিয়ে এসেছি। ভবিষ্যতে বাংলাদেশ ও নাইজেরিয়ার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছি।’ সে আশা বাংলাদেশেরও। নাইজেরিয়ার সেনাপ্রধানের এ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়ন করা।-প্রথম আলো

২১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে