শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৬:১৬:১৬

জঙ্গিদের বাঁচাতে আ.লীগ এমপি বদির প্রচেষ্টা

জঙ্গিদের বাঁচাতে আ.লীগ এমপি বদির প্রচেষ্টা

কক্সবাজার : টেকনাফে অবৈধ রোহিঙ্গা বস্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বাধা দেন কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের আওয়ামী লীগের আবদুর রহমান বদি ও তার সহযোগীরা।  তবে বিজিবির অনড় অবস্থানে একপর্যায়ে পালিয়ে বাঁচেন এমপি বদিসহ চার জনপ্রতিনিধি।

শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে অবস্থতি অবৈধ রোহিঙ্গা বস্তিতে এ ঘটনা ঘটে।

অভিযানে জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশনের (আরএসও) আলোচিত নেতা হাফেজ ছালাউল ইসলাম, মৌলভী ছৈয়দ করিম, মওলানা মো. ইব্রাহিম এবং একজন সৌদি নাগরিককে আটক করে বিজিবি।  তাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি।

অভিযানে বাধা দিলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী এমপি আবদুর বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন এবং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিনের বিরুদ্ধে।  তাদের সঙ্গে জঙ্গিদের কী ধরনের সম্পর্ক তা খতিয়ে দেখছে বিজিবি।

বিজিবি টেকনাফের ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ গণমাধ্যমকে বলেন, শাপলাপুরে অবস্থিত অবৈধ রোহিঙ্গা বস্তিতে নগদ টাকা ও ত্রাণ বিতরণ করা হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।  

তিনি বলেন, টেকনাফ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিজিবি সদস্যরা।  এসময় সেখান থেকে আটক হন আরএসও নেতা হাফেজ ছালাউল ইসলাম, মৌলভী ছৈয়দ করিম, মওলানা ইব্রাহিমসহ এক সৌদি নাগরিক।

লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, অভিযান চলাকালে ঘটনাস্থলে অবস্থান নিয়ে বাধা দেন স্থানীয় এমপি আবদুর রহমান বদিসহ টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন এবং বাহারছড়ার চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন।  পরিস্থিতি বেগতিক দেখে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।  পরে আটককৃতদের ক্যাম্পে নিয়ে আসা হয়।  তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে