শনিবার, ০৬ এপ্রিল, ২০১৯, ০১:২৬:০৩

ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু

ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার রাত ৩ টার সময় ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মারঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং ১০ জন গুরুতরসহ ১৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে।
পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যায়।

এ পর্যন্ত নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনির হাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার ও বাসের হেলপার লালমণির হাটের হাতীবান্ধা থানার দোয়ানী গ্রামের বিদ্যুৎ।
আহত যাত্রীদের অভিযোগ, বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে