বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৪২:২৬

জুমার নামাজের পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করা হবে, বড় ভাইয়ের মাইকিং!

জুমার নামাজের পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করা হবে, বড় ভাইয়ের মাইকিং!

এমটিনিউজ২৪ ডেস্ক : জমি নিয়ে দ্বন্দের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর)  সকালে রিক্সায় করে গোটা গ্রামে মাইক দিয়ে ঘোষণা করেন, আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর ছোট ভাই হাবিজার এর সঙ্গে মারামারি করবেন নিজেদের পানের বরজ এলাকায়।

এমন ঘোষণা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়ে যায়।
 
এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্রু বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে