গাইবান্ধা : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন এক মা। সেই অভিযোগ আমলে নিয়ে ছেলে (---আসক্ত) ফেরাজুল ইসলামকে (২৮) এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হান্নান এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত ফেরাজুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ফেরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে (---)পান করতেন ও নেশায় আসক্ত ছিলেন। তাকে এর কবল থেকে বাঁচাতে পরিবার চেষ্টা চালায়। কিন্তু তাতে কাজ না হওয়ায় বাধ্য হয়ে তার মা ও নানা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে নিজ বাড়ী থেকে আটক করে থানায় আনা হয়। তিনি আরও জানান, বুধবার রাতে ফেরাজুলকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে ফেরাজুলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ভ্রাম্যমান আদালতের বিচারক। বৃহস্পতিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম