শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৫:৪২:২৯

স্বাভাবিক জীবনে ফিরতে ৩ ‘জঙ্গির’ আত্মসমর্পণ

স্বাভাবিক জীবনে ফিরতে ৩ ‘জঙ্গির’ আত্মসমর্পণ

শোভন ব্যানার্জী, যশোর থেকে : স্বাভাবিক জীবনে ফিরতে যশোরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’-এর তিন সদস্য। বৃহস্পতিবার দুপুরে, যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করে জঙ্গি সংগঠন 'হিযবুত তাহরীর' সদস্য সাদ্দাম ইয়াসির সজল, রায়হান আহমেদ ও মেহেদী হাসান। জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে, যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান। এদিকে, তাদের আত্মসমর্পণকে ইতিবাচক উল্লেখ করে বিপথগামী সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে তাদেরকে হেফাজতে নেয় জেলা গোয়েন্দা পুলিশ।  পুলিশের দেয়া তথ্যমতে, ‘হিযবুত তাহরীর’ এই তিন সদস্যই সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ডিআইজি এস এম মনির জানান, পরিবারের কাছে স্বাভাবিক জীবনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলে, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশকে জানায় তাদের পরিবার। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকলেও তাদের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা হবে।

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি বলেন, যেহেতু এই তিন তরুণ উগ্রপন্থী সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, তাই এদের সেই সুযোগ দেওয়া হবে। এদের বিষয়টি মানবিকভাবে দেখা হবে।

জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আত্মসমর্পণের পর তিনজনকে গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। তাদের ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, তাদের আত্মসমর্পণে সন্তোষ প্রকাশ করে, দেশ, মানুষ ও মানবতার তাগিদে বিপথগামীতা ছেড়ে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি।

১২ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে