শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০১:১৭:৩৯

বাংলাদেশি ব্যবসায়ীদের ৫ বছরের ভিসা দেবে ভারত

বাংলাদেশি ব্যবসায়ীদের ৫ বছরের ভিসা দেবে ভারত

যশোর : ব্যবসার কাজে ভারতে যাতায়াতকারী বাংলাদেশি ব্যবসায়ীদের পাঁচ বছরের জন্য ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশিদের চুরিস্ট ভিসার মেয়াদও পাঁচ বছর করা হবে। শুক্রবার বেনাপোল সফরে গিয়ে তিনি এই কথা বলেন।

ঢাকায় যোগদানের পর প্রথমবারের মতো বেনাপোল সফরে গেলেন শ্রিংলা। ঢাকা থেকে রওনা হয়ে যশোর থেকে শুক্রবার বেলা ১১টার সময় বেনাপোল পৌঁছান তিনি।
 
বেনাপোলে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন শ্রিংলা। সেখান থেকে বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে যান। আগামী বছর কলকাতা-বেনাপোল-খুলনার মধ্যে সরাসরি রেল চলাচলের সম্ভাব্য স্থান হিসেবে তিনি এই রেল স্টেশন পরিদর্শন করেন।

এরপর তিনি বেনাপোল কাস্টমস হাউস পরিদর্শন করেন ও সীমান্তের ওপারে পেট্রাপোল চলে যান। শুক্রবারই তার ফিরে আসার কথা রয়েছে। বেনাপোল থেকে শ্রিংলা নড়াইলে যাবেন। সেখানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী ও বাংলাদেশের মেয়ে শুভ্রা মুখার্জির প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন।  
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে