এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে: কেশবপুর উপজেলার সাড়রদাঁড়িতে সপ্তাহ ব্যাপী মধুমেলার ৪র্থ দিন মঙ্গলবার মধুমঞ্চে বিষয় ভিত্তিক আলোচনা সভায় বক্তরা বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলার আধুনিক কবি হয়ে আধুনিক বাংলা কবিতার জন্ম দিয়ে গেছেন। তিনি অসাম্প্রদায়িক, আধুনিক ও সংস্কারমুক্ত বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ধীমান কবি মধুসূদন দত্তের রচনা সৈলীর সৌকর্য ও অভিনবত্বে নতুন ধারার সূচনা করেন। দেশী ও বিদেশী সাহিত্যাদর্শের অকৃত্রিম সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট সমৃদ্ধ সাহিত্য ভান্ডারকে তিনি উপস্থাপন করেছেন বৈশ্বিক পটভূমিতে।
যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন যশোর এম এম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
আলাচনায় অংশ নেন যশোর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক নিমাই মন্ডল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি হারুন অর রশিদ, কেশবপুর নাগরিক সমাজের আহ্বায়ক এ্যাড. আবু বক্কর সিদ্দীক, কেশবপুর পোয়েট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি মকবুল মাহফুজ, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের সহাকারী অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল, বিশিষ্ট সাংবাদিক ছড়াকার সাজ্জাত গণি খান রিমন, সাংবাদিক মোতাহার হোসাইন, সাতক্ষীরা বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক অনন্ত সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিএল কলেজের সহকারী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান ও মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক রাহুল রায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কেশবপুর ও যশোর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমূহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মফিজুর রহমান নান্নু, শফিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষ অফিসার মাসুদুর রহমান ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী। আলোচনা সভার পূর্বে কেশবপুরের পাঁজিয়া কন্ঠস্বর, কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, পাঁজিয়া মনোজ-ধীরাজ একাডেমী, আলীম লোকজ একাডেমী, পাটকেল কপোতাক্ষ সঙ্গীত একাডেমী, যশোরে সুরবিতান একাডেমী, পুনশ্চ সঙ্গীত, স্বাগত কন্ঠ, উদীচী কেশবপুর নাটক ও পাঁজিয়ার শিখরী নটন সম্প্রদায় নাটক পরিবেশন করে।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস