মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১০:১৪:৫৫

৩ জনের মৃত্যু টানা ৪০ ঘণ্টার যানজটে আটকা পড়ে!

৩ জনের মৃত্যু টানা ৪০ ঘণ্টার যানজটে আটকা পড়ে!

আন্তর্জাতিক ডেস্ক : আট কিলোমিটার সড়কে টানা ৪৮ ঘণ্টা যানজটে আটকে পড়ে প্রায় চার হাজার গাড়ি। আর এই যানজটে আটকে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে ইন্দোর-দেওয়াস জাতীয় মহাসড়কে এ ঘটনা ঘটে। ইতোমধ্যেই এ ঘটনায় মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি মামলা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৭ জুন) প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বিশাল যানজট সৃষ্টি হয়, যা প্রায় ৪০ ঘন্টা ধরে স্থায়ী হয়েছিল। এতে ভেঙে পড়ে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থা।

যানজটে আটকে নিহতদের মধ্যে রয়েছেন ইন্দোরের কমল পাঞ্চাল (৬২), সুজালপুরের বলরাম প্যাটেল (৫৫) এবং গড়ি পিপাল্যা গ্রামের সন্দীপ প্যাটেল (৩২)।

এর মধ্যে সন্দীপ প্যাটেল প্রথমে যানজটে আটকে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পরে কমল পাঞ্চাল এবং বলরাম প্যাটেল নামে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। 

কমল পাঞ্চালের ছেলে বিজয় বলেন, ‘আমরা অনেকক্ষন জ্যামে আটকে ছিলাম। তিনি অসুস্থ বোধ করছিলেন। গাড়িতেই তিনি অজ্ঞান হয়ে যান। তাকে দেওয়াসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।’

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাতীয় মহাসড়কটির বেশ কয়েক জায়গায় মেরামতের কাজ চলছিল। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের জন্য বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এর পাশাপাশি বেশ কিছু যানবাহনকে অন্য লেনে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। যার কারণে সমস্যা আরও বেড়ে যায়। এছাড়াও কাছাকাছি গ্রামগুলোর মধ্য দিয়ে বিকল্প রুট না থাকায় বাইপাস রোড ধরেও গাড়ি ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়নি। যার জেরে দীর্ঘক্ষণের যানজট তৈরি হয়।

এদিকে এই যানজট এবং এর ফলে মৃত্যুর পর দেওয়াসের আইনজীবী আনন্দ অধিকারী একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করেন। তিনিও একই যানজটে আটকে গেয়েছিলেন। 

সোমবার বিচারপতি বিবেক রুশিয়া এবং বিনোদ কুমার দ্বিবেদীর নেতৃত্বে মধ্যপ্রদেশ হাইকোর্ট মামলাটির শুনানি করে আগামী ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষের জবাব চেয়ে নির্দেশ দিয়েছেন। 

ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই), ইন্দোরের কালেক্টর এবং ইন্দোরের পুলিশ কমিশনারকে নোটিশ জারি করে। আদালত টোল এবং নির্মাণ সংস্থাগুলোকে মামলায় বিবাদী পক্ষ করার নির্দেশও দিয়েছেন আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে