যশোর থেকে : করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নির্দে'শনা মোতাবেক যশোরের কেশবপুরে করোনা ভাইরাসে কর্মহী'ন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম-বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
বিএনপি'র কেন্দ্রীয় নেতা অপুর উদ্যোগে ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার তিনি উপজেলার কেশবপুর সদর, পাঁজিয়া, সুফলাকাঠি, গৌরীঘোনা ও সাতবাড়িয়া ইউনিয়নে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন, যা পর্যায়ক্রমে অব্যহত থাকবে। প্রথমাবস্থায় তিনি ৫শ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করছেন।
বিএনপি নেতা অমলেন্দু দাস অপু বলেন, করোনা ভাইরাসের কারনে মানুষ যখন দু'র্দশাগ্র'স্ত সে মুহুর্ত্বে আমি দলের নির্দে'শনায় যশোর -৬ কেশবপুরের মানুষের পাশে দাড়ানোর আমার ক্ষু'দ্র প্রয়াস মাত্র। আমার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কাজক্রম পর্যায়ক্রমে অব্যহত থাকবে।