মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫১:১৫

'পেঁয়াজ এখন কম মূল্যে বেচা ছাড়া তো উপায় নেই, রেখে দিলেও তো পচে যাবে'

 'পেঁয়াজ এখন কম মূল্যে বেচা ছাড়া তো উপায় নেই,  রেখে দিলেও তো পচে যাবে'

এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরে পেঁয়াজের আড়ত ও খুচরা বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

এদিকে অভিযানের খবর শুনে যশোরের খুচরা বাজারে পেঁয়াজের দাম নেমে আসে কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায়। অথচ অধিক লাভের আশায় খুচরা ব্যবসায়ীরা ১৩০ থেকে ১৫০ টাকায় আড়তদারদের কাছ থেকে পেঁয়াজ কিনেছিলেন। 

বড় বাজারের খুচরা ব্যবসায়ী শেখ মঈনুদ্দিন বলেন, পরশু দিন আমি পেঁয়াজ কিনেছি ১৩০ থেকে ১৫০ টাকায়। আজ বিক্রি করতে হচ্ছে কেজি প্রতি ৯০ টাকায়। এই ৪০/৫০ টাকার লোকসান আমাদের গুনতে হচ্ছে। 

অসিত ঘোষ নামে আরেক খুচরা ব্যবসায়ী বলেন, আমরা ১৫০ টাকায় পেঁয়াজ কিনে ধরা। এখন আমাদের কম মূল্যে বেচা ছাড়া তো উপায় নেই,  রেখে দিলেও তো পচে যাবে। পেঁয়াজের দাম একদিন বাড়ে একদিন কমে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের একটি টিম।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আহাদ বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত মনিটরিং করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোরের বড় বাজারসহ বিভিন্ন বাজারে আমরা অভিযান পরিচালনা করছি। পাশাপাশি ব্যবসায়ী ও আড়তদাররা যেন পেঁয়াজের ক্রয় রশিদ রাখেন, পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন করেন এবং সীমিত লাভ রেখে  সহনীয় পর্যায়ে যেন তারা বিক্রি করেন এজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, হানিফ স্টোর নামে এক দোকানের ব্যবসায়ীর নিকট পেঁয়াজের ক্রয় রশিদ না থাকায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেঁয়াজের সরবরাহ রয়েছে এবং বাজারে সহনীয় মূল্যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে