শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৬:৪১

বাবা-মার ঝুলন্ত মরদেহের পাশে কাঁদছিল ৭ মাসের শিশু!

বাবা-মার ঝুলন্ত মরদেহের পাশে কাঁদছিল ৭ মাসের শিশু!

এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরের বেনাপোলে বসতঘর থেকে স্বামী- স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- কালাম হোসেনের ছেলে ইয়ামিন (২৫) এবং ইয়ামিনের স্ত্রী তনু খাতুন (২০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে ওই বাসাটি ভাড়া নেন ইয়ামিন ও তনু দম্পতি। এর আগে তারা যশোরের পুলেরহাটে থাকতেন। 

ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের বাড়ি ও জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। এই দম্পতির সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে। 

শুক্রবার ভোরে প্রতিবেশীরা শিশুটির কান্নার আওয়াজ শুনে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাহাদুরপুর বাজারের পাশে একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে