বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৪:৫৫

আ.লীগের লিফলেট বিতরণকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

আ.লীগের লিফলেট বিতরণকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরের কেশবপুরে লিফলেট বিতরণে সময় আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে লিফলেট বিতরণকালে তাদেরকে হাতানাতে আটক করা হয়। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান। 

আটককৃতরা হলেন- বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)। 

এ বিষয়ে এএসআই মো. কামরুজ্জামান বলেন, রাত ৯টার দিকে ৮ থেকে ১০ জনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

তিনি আরও বলেন, আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। দ্রুত আটকদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে