শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪০:৪১

কেশবপুরে এএফপির সেচ প্রদর্শনী অনুষ্ঠিত

কেশবপুরে এএফপির সেচ প্রদর্শনী অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার সুফলাকাটিতে ইউএসআইডির অর্থায়নে আর্ন্তজাতিক ভ’ট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এর সহযোগিতায় ও জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সীসা এমআই প্রকল্পের আওতায় এক্সিয়েল ফ্লু পাম্পের (এএফপি) সেচ প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জাগরণী চক্র ফাউন্ডেশনের এ্যারিয়া ম্যানেজার চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে ২৫ ফেব্রুয়ারী সীসা এমআই প্রকল্পের উপজেলা টেকনিক্যাল ফ্যাসালিটেটর হাসানুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার দাস। বক্তব্য রাখেন জেলা অফিসার কৃষিবিদ খন্দকার আবুল খায়ের, উপ-সহকারী কৃষি অফিসার সুশান্ত সুর প্রমুখ। কৃষকদের মাঝে নিয়ে মাঠ প্রদর্শণী ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে