এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোহানুর রহমান সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।
আহত সোহান জানান, রাত সাড়ে ৭টার দিকে তিনি শহরের আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন। এসময় রাতিন (২১) নামে এক যুবক তাকে চাকু নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে তার পেটের নিচের অংশে ছুরি দিয়ে আঘাত করে। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।