এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরের চৌগাছায় বিয়ের বরযাত্রীসহ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- ধীরেন কুমারের ছেলে প্রদীপ কুমার (৬৫), নিরঞ্জন কুমারের ছেলে প্রান্ত কুমার (২৯), সন্তোষ কুমারের ছেলে গনেশ কুমার (৫০), সুফল কুমার (৫৫), রিনা দাস (৬০), অরিত্র দাস (১৫), ঋষিকেশ (১৯), প্রভাতী দাস (৩২), মধু দাস (৫৫), সন্তোষ শ্রীবাস গাইন (৪৫), ফারুক হোসেন (৩২), টোটন (৪৮), অসীম দাস (২৬), প্রিয়াংকা দাসসহ (৪০) আরও কয়েকজন।
স্থানীয় সূত্র ও আহতরা জানান, যশোর মনিহার-খুলনা রুটের যাত্রীবাহী ‘গড়াই’ পরিবহনের একটি বাস মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে বিয়ে শেষে বরযাত্রী নিয়ে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। পথে টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে সামনে থাকা স্পিডব্রেকারটি চালক খেয়াল না করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসে প্রায় ৬৫ যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই কমবেশি আহত হন। আহতদের কারও হাত-পা ভেঙে যায়, কারও শরীরের বিভিন্ন অংশ কেটে ও ছিঁড়ে গুরুতর জখম হয়।
খবর পেয়ে স্থানীয়রা চৌগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চৌগাছা ফায়ার সার্ভিসের লিডার আনোয়ার হোসেন বলেন, বরযাত্রীবাহী বাসটি টেঙ্গুরপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আখেরী জামান জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে আহতদের উদ্ধার করা হয়েছে।