যশোর : শাবানার পরকীয়ায় স্বামী হত্যাকাণ্ডে স্ত্রী ও দুলাভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। যশোরের চৌগাছায় স্বামী আব্দুর রাজ্জাক হত্যার দায়ে তার স্ত্রী ও ভগ্নিপতি আব্দুল আলিমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার এ রায় দেন।
হত্যাকাণ্ডের শিকার আব্দুর রাজ্জাক চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের বাসিন্দা। দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত রাজ্জাকের স্ত্রী শাবানা খাতুন ও ভগ্নিপতি আব্দুল আলিম। পরকীয়া প্রেমের কারণেই স্ত্রী ও ভগ্নিপতি মিলে রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করেন।
আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায়, আব্দুর রাজ্জাকের স্ত্রী শাবানা খাতুনের সাথে ভগ্নিপতি আব্দুল আলিমের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারে অশান্তি দেখা দেয়া। এ ঘটনায় শালিস মীমাংসাও হয়।
এরই একপর্যায়ে ২০১৪ সালের ৯ মার্চ রাতে চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের পানের বরজে আব্দুর রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করেন তার স্ত্রী শাবানা খাতুন ও ভগ্নিপতি আব্দুল আলিম।
হত্যাকাণ্ডের দু’দিন পর নিহতের ভাই মিন্টু বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শাবানা খাতুন ও আব্দুল আলিমকে আসামি করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও প্রদান করেন শাবানা খাতুন। সাক্ষ্য-প্রমাণে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে।
আদালত আসামিদের সর্বোচ্চ দণ্ড দেয়ায় সরকার পক্ষের আইনজীবী আবু সেলিম রানা সন্তোষ প্রকাশ করেছেন।
১৪মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম