সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৮:৫৬:৫৭

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

এস আর সাঈদ, কেশবপুর, যশোর: কেশবপুর উপজেলা প্রাশসনের সাথে সামাজিক প্রতিবন্ধতা ও বাল্যবিবাহ বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে দলিত সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) শেখ মাসুদুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার তৌফিকুল ইসলাম, অধ্যক্ষ রায়হানা সাদেক, চেয়ারম্যান কে.এম খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী মৎস্য অফিসার আলমগীর কবির ও শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার তোরাব আলী। বক্তব্য রাখেন ইতালী দাতা সংস্থার প্রতিনিধি ইজাকো ও ইয়োত্রো, দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, শিক্ষা সমন্বয়কারী ধরাদেবী দাস, সিডিও বিপ্লব মন্ডল, নেপাল দাস, চিন্তা দাস, শিক্ষিকা দূর্গা মন্ডল, কাজী ইমরান হোসেন, পুরোহিত হারাধন প্রমুখ।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে