যশোর : বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন আওয়ামী লীগ নেতা। যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁইয়াকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখান থেকে তাকে প্রথমে যশোর ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কামাল ভূঁইয়া বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের নাজিম উদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি বাহাদুরপুর গ্রামে দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করছেন।
লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের সচিব আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে চেয়ারম্যান বিষপান করেছেন তা জানাতে পারেননি তিনি।
স্থানীয় সূত্র জানায়, সকালে স্ত্রীর সঙ্গে তার কয়েক দফা ঝগড়া হয়। স্ত্রীকে মারধরও করেন। পরে মনের ক্ষোভে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান এলাকার লোকজন।
এর আগে ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে বেনাপোল বাজারের বাহাদুরপুর সড়কে চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়াসহ চার আওয়ামী লীগ নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
বেনাপোল বাজার থেকে বাড়ি ফেরার পথে বাহাদুরপুর জাগো সমাজ কল্যাণ সংস্থার সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে কামাল হোসেনের পায়ে গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে এলাকায় ফিরে আসেন তিনি।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ যোগাযোগ করেনি।
২১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম