যশোর :মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রেমিক-প্রেমিকার। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যশোর-মাগুরা মহাসড়কের যশোর শহরতলীর পাঁচবাড়িয়া আমতলা এলাকায়।
কলেজছাত্র মিরাজ হোসেন (২২) ও ছাত্রী শান্তা খাতুন (২০) একই মোটরসাইকেলে করে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর শহরতলীর পাঁচবাড়িয়া আমতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুর দুইটার দিকে।
নিহত মিরাজ যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামের মেহগনিতলা এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি যশোর শহরের বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান মুসলিম এইড’র ছাত্র।
শান্তা ঝিনাইদহের বারোবাজারের মশিহাটি গ্রামের শহর আলীর মেয়ে। তিনি যশোর শহরের সরকারি সিটি কলেজের অনার্স বাংলা প্রথমবর্ষের ছাত্রী।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ে নিয়ে পারিবারিকভাবে কথাবার্তা চূড়ান্ত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরাজ ও শান্তা মোটরসাইকেলে যশোর-মাগুরা মহাসড়ক ধরে খাজুরার দিকে যাচ্ছিলেন।
শান্তার মা আলেয়া বেগম বলেন, তার মেয়ে কলেজ যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে আসে। কলেজ থেকে ফেরার পথে বুধবার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কেনাকেটাও করতে চেয়েছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনায় প্রাণ গেল।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, মিরাজ ও শান্তা মোটরসাইকেলে খাজুরার দিকে যাচ্ছিল। যশোরমুখী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাসচালক ও হেলপার পালাতক রয়েছে বলে জানায় পুলিশ।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম