বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৩:০২:৩৪

ভোটের আগের রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণ

ভোটের আগের রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণ

শোভন শুভ্র, যশোর থেকে : দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে যশোরে। কিন্তু নির্বাচনের আগের রাতে যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে পাঁচজন গুরুতর জখম হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা আন্দোলপোতা মাঠে এ ঘটনা ঘটে। আহতরা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় বিভিন্ন সূত্র দাবি করেছে।

আহতরা হলেন, সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল ইসলাম (৩৮), একই গ্রামের আনার উদ্দিনের ছেলে সবুজ (২৯), আন্দোলনপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তাফা (৩০), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২১) এবং অপরজন রাকির হোসেন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনে ত্রাস সৃষ্টি করার জন্য তারা পাঁচজন স্থানীয় আন্দোলপোতা মাঠে বোমা তৈরি করছিলেন। বোমা তৈরির সময় বিস্ফোরণ হলে তারা গুরুতর আহত হন। বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড জানান, আহতের পাঁচজনের শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। এদের মধ্যে ইবাদুল ও সবুজের অবস্থা আশংকাজনক। তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেয়া হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা বোমা তৈরি করছিলেন। নিজেদের তৈরি বোমা বিস্ফোরণেই তারা আহত হয়েছেন।

অন্যদিকে আহতের স্বজন আন্দোলনপোতা গ্রামের হাশেম আলীর ছেলে শামিম আহম্মেদ হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, তাদের ওপর বোমা হামলা হয়েছে।
৩১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে