যশোর: যশোর কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কারাবন্দীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় বলে জানা গেছে। রবিবার রাত ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারের পশ্চিম পাশের রাস্তা থেকে এ হাতবোমাটি ছুঁড়ে মারলে কারাগার কম্পাউন্ডে বোমাটি বিস্ফোরিত হয়।
কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের পশ্চিম পাশের জেল রোড সড়ক থেকে দুর্বৃত্তদের ছোঁড়া হাত বোমাটি কম্পাউন্ডের কারারক্ষী ব্যারাকের ওপর দিয়ে গিয়ে গ্যারেজের কাছে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বেশ আতঙ্কের সৃষ্টি হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাজাহান আহমেদ সাংবাদিকদের জানান, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। তিনি আরও বলেন, পুলিশকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর কারাগার কম্পাউন্ডের একই স্থানে হাত বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এছাড়াও একই বছরের আগস্ট মাসে কারাগারের প্রধান ফটকে কারা কর্তৃপক্ষের জায়গায় গড়ে ওঠা একটি দোকানে হাত বোমা হামলার ঘটনা ঘটে।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম