নিউজ ডেস্ক : যশোরের মণিরামপুরে সংখ্যালঘু সম্প্রদায়সহ প্রান্তিক চাষীদের ২শ’ বিঘা জমি দখল করে ঘের তৈরির অভিযোগে ঝাঁপা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান শামছুল হক মন্টুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
শনিবার দুপুরে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের মোবারকপুর মৌজার ওই জমিতে তৈরি ঘের পরিদর্শন শেষে পুলিশ সুপার আনিসুর রহমান অভিযুক্ত চেয়ারম্যানকে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ওই জমি মালিকদের বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
এলাকাবাসী জানায়, ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন শামছুল হক মন্টু। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মন্টু ও তার ছোট ভাই সাইফুলসহ ২৫-৩০ জনের একটি প্রভাবশালী চক্র মোবারকপুর মৌজায় জোর করে ২শ’ বিঘা ফসলি জমিতে ঘের তৈরি করে। ওই জমির মালিকরা বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।
পরে ইউপি চেয়ারম্যান মন্টুসহ ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন অরুণ হাজরা নামের ওই জমির এক মালিক। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে নড়েচড়ে বসে প্রশাসন। এরইমধ্যে গা-ঢাকা দেন অভিযুক্ত চেয়ারম্যান।
শনিবার দুপুরে ঘটনাস্থলে যান যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান। এ সময় তারা ভুক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন। পরে অভিযুক্ত চেয়ারম্যানকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন পুলিশ সুপার। -বিডিপ্রতিদিন
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম