বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৯:৫৫:৪৬

আওয়ামী লীগ প্রার্থীর গাড়িবহরে বোমা হামলা, গুলি

আওয়ামী লীগ প্রার্থীর গাড়িবহরে বোমা হামলা, গুলি

যশোর: যশোরে আওয়ামী লীগের এক ইউপি প্রার্থীর গাড়িবহর লক্ষ্য করে বোমা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিন নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত গিয়াস উদ্দিন বাঘারপাড়ার খাজুরা এলাকার রাজাপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে জেলার বাঘারপাড়ার ভাটার আমতলায় এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলা জানান, রাতে তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার শেষে খাজুরা বাজারে ফিরছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার আলোচনা ছিল। পথিমধ্যে খাজুরা বাজারের কাছাকাছি ভাটার আমতলায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত আলী মণ্ডলের লোকজন তার গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা করে। এসময় গুলিও বর্ষণ করে। এতে তিনটি গুলি গিয়াস উদ্দিনের বাম পায়ে লাগে।

তিনি আরো জানান, প্রাইভেটকারে ছিলেন গিয়াস উদ্দিন। বোমা বিস্ফোরণের পর তিনি গাড়ি থেকে নামতে দরজা খুললে তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় তিনটি গুলি তার পায়ে বিদ্ধ হয়।

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মাসুদুর রহমান জানান, বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে