যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকায় একটি ফিলিং স্টেশনের দুই কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- ওই পেট্রলপাম্পের ব্যবস্থাপক বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবায়দুল ইসলাম (৩০) ও কর্মচারী রঘুনাথপুর গ্রামের লিজন আহমেদ লিখন (২৪)।
সোমবার সকালে যশোর-নড়াইল সড়কের আবদুল বারী ফিলিং স্টেশন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘারপাড়ার চাড়াভিটা বাজারের আবদুল বারী ফিলিং স্টেশন নামে একটি পেট্রলপাম্পের ভেতরে রাতে ঘুমিয়ে ছিলেন পেট্রলপাম্পটির ব্যবস্থাপক ও কর্মচারীরা। আজ আজ সোমবার সকালে এলাকাবাসী ফিলিং স্টেশনের ভেতর দুটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অারিফুল ইসলাম সাংবাদিকদের ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, রাত ৯টার পর ফিলিং স্টেশন বন্ধ থাকার কথা। কিন্তু সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে তাদের হত্যা করা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
০৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম