নিউজ ডেস্ক : খাদিজা সুরাইয়ার বাবা সংবাদপত্র বিক্রয়কর্মী (হকার)। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। তবু দমে যায়নি মেয়েটি। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে।
খাদিজার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে। বাবার নাম আজাহার আলী বিশ্বাস। খাদিজা নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তাঁর স্বপ্ন চিকিৎসক হওয়ার। কিন্তু দারিদ্র্যের কারণে স্বপ্ন পূরণ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছে সে।
খাদিজা সুরাইয়া বলে, ‘যত কষ্ট হোক আমি ডাক্তার হতে চাই। এ জন্য একটা ভালো কলেজে ভর্তি হতে হবে। প্রয়োজনে টিউশনি করব। তবু ডাক্তার হওয়ার চেষ্টা করে যাব।’
খাদিজার বাবা আজাহার আলী বিশ্বাস বলেন, ‘হকারির টাকায় সংসার ঠিকমতো চলে না। তার ওপর বড় মেয়েটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছে। ছোট মেয়ে খাদিজাকে ভালো কলেজে পড়ানো দরকার। শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে কি না জানি না। তবে আমার সীমিত আয় দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে যাব।’
নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান বলেন, ‘খাদিজা অত্যন্ত মেধাবী। তার আচার-আচরণও খুব ভালো। সে খুবই গরিব। একটু সহায়তা পেলে তার মেধার পরিপূর্ণ বিকাশ ঘটবে।’ -প্রথম আলো
১০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম