সোমবার, ২০ জুন, ২০১৬, ০৯:২৩:৩৬

ইফতারের পর কারাফটকে হেমায়েত বাহিনী প্রধানকে গুলি করে হত্যা

ইফতারের পর কারাফটকে হেমায়েত বাহিনী প্রধানকে গুলি করে হত্যা

যশোর : যশোরে দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন সন্ত্রাসী বাহিনী প্রধান হেমায়েত হোসেন (৩০)।  সোমবার ইফতারের পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হলে কারাফটকের সামনেই এ হত্যাকাণ্ড ঘটে।

হেমায়েত শহরতলীর মণ্ডলগাতি এলাকায় জিন্নাহ ওরফে টেনা কসাইয়ের ছেলে।  ওই এলাকার হেমায়েত বাহিনীর প্রধান ছিলেন তিনি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ১৯ এপ্রিল তাকে বিস্ফোরকসহ পাঁচটি মামলায় আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ।  পরে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি জানান, সোমবার তিনি জামিনে বের হন। কারাগার থেকে বের হয়ে গেটের সামনে সুকতারা টি স্টলে চা খাচ্ছিলেন তিনি।  এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়।

একটি গুলি তার মাথার ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে বিদ্ধ হয়।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  পরে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।
২০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে