সোমবার, ২৭ জুন, ২০১৬, ০৮:০৪:১১

কীভাবে দেশকে শাসন করতে হয় আমরা জানি : ডিআইজি

কীভাবে দেশকে শাসন করতে হয় আমরা জানি : ডিআইজি

যশোর : খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেছেন, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।  কীভাবে দেশকে শাসন করতে হয় আমরা জানি।

তিনি বলেন, যারা এদেশে পাকিস্তানি শাসনব্যবস্থা আমদানি করতে চায় তাদের প্রশ্রয় দেয়া হবে না।

সোমবার দুপুরে যশোর টাউন হল ময়দানে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডিআইজি মনির-উজ-জামান বলেন, যারা বাংলাদেশে প্রেসক্রিপশন দিতে আসে, তাদের দেশে একজন মানুষ একসঙ্গে পঞ্চাশ জনকে হত্যা করলেও প্রতিরোধ করতে পারে না।  তারা আবার এদেশে শান্তি কায়েম করার কথা বলে।

তিনি বলেন, কতিপয় জ্ঞানপাপী বাঁশ ও বাঁশি নিয়ে অপব্যাখ্যা করছে।  তিতুমীরের আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং এ অঞ্চলের চরমপন্থী প্রতিরোধে জনতা বাঁশের লাঠি হাতে তুলে নিয়েছিল।

জেলা পুলিশ ও জনপ্রতিনিধিদের ব্যানারে আয়োজিত এ ‘মহাসমাবেশে’ সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।

বক্তব্য রাখেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের সব জেলার পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

আলোচনা শেষে সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেন ডিআইজি মনির-উজ-জামান।
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে