যশোর : বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে কব্জি উড়লো কিশোরের। যশোর শহরতলীর শেখহাটিতে শাওন হাসান নামে ১৪ বছরের এক কিশোরের ডান হাতের কব্জি উড়ে গেছে।
শুক্রবার দুপুরে বাড়ির সামনে লিচুবাগানে খেলা করার সময় এ ঘটনা ঘটে। সে শেখহাটি জামরুলতলা মোড় এলাকার কোরবান আলীর ছেলে।
আহত শাওন হাসানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে। এর আগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
কিশোরটির মা তহমিনা বেগম জানান, দুপুরে শাওন বাড়ির সামনে বন্ধুদের সাথে খেলা করছিল। এসময় একটি বল সাদৃশ্য বোমা পায় কিশোররা।
তিনি বলেন, তারা বুঝতে না পেরে বোমা নিয়ে খেলা করছিল। একপর্যায়ে সেটা বিস্ফোরণ ঘটলে শাওনের কব্জি উড়ে যায়। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ঢামেকে রেফার করেন।
চিকিৎসক রাজির পাল জানান, বোমা বিস্ফোরণে কিশোরটির ডান হাতের কব্জি উড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ধরনের কোনো তথ্য জানা নেই।
১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম