যশোর : যশোরের শার্শার শ্যামলাগাছি গ্রামের মেহেদী হাসান জীম (১৫) ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। গত বছরের ৭ এপ্রিল ২০১৫ থেকে প্রথমবার সে নিখোঁজ হয়। এরপর চলতি বছরের মার্চে সে বাড়ি ফিরে আসে। এরপর সে পুনরায় নিখোঁজ হয়।
মেহেদী ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে বোর্ডিংয়ে থাকত। এ ঘটনায় তার বাবা আওরঙ্গজেব গত বছর ১২ এপ্রিল শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গত বছরের ৭ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এক বছরের মধ্যে স্বজনদের সঙ্গে সে কোনও ধরনের যোগাযোগ করেনি। চলতি বছরের মার্চের শেষের দিকে সে বাড়িতে ফিরে আসে। পরদিন দুপুরে চুল কাটার কথা বলে আবার চলে যায়।
মেহেদীর বাবা বলেন, তিন মাস আগে মেহেদী বাড়িতে ফিরলেও পরদিন সকালে চুল কাটার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ফিরে আসেনি।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাধারণ ডায়েরির কথা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে তারাও খোঁজ-খবর নিচ্ছেন। -বাংলা ট্রিবিউন
২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস