যশোর: বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম শহীদ আলী ইলিয়াস ফনি (৩০)। তিনি স্থানীয় একজন গরু ব্যবসায়ী। ভোররাত সাড়ে ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় বিএসএফের আংরাইল ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গেই মারা যান শহীদ। তবে তার সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা পালিয়ে যেতে সমর্থ হন। পরে বিএসএফ সদস্যরা শহীদের লাশ ইছামতী নদীতে ফেলে দেন। আজ সকালে বাংলাদেশ পুলিশের সদস্যরা নদী থেকে তার লাশ উদ্ধার করেন।
২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস