যশোর : এমপির কর্মসূচিতে অংশ নিয়ে মাথা ঘুরে পড়ে যায় ৪ ছাত্রী। যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদের কর্মসূচিতে অংশ নিয়ে প্রচণ্ড রোদে দাঁড়ানো অবস্থায় মাথা ঘুরে পড়ে যায় তারা।
তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরতলীর আল-হেরা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহত চার ছাত্রী হলেন বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী খাদিজা পারভীন তৃপ্তি, মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুন, দ্বাদশ শ্রেণির রোজিনা খাতুন ও রোকসানা পারভীন উর্মি।
অসুস্থ শিক্ষার্থীরা জানান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শনিবার তাদের কলেজে আসবেন এজন্য শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচি সফলের জন্য গত তিনদিন তারা প্র্যাকটিস করেছেন।
তারা জানান, শনিবার অনুষ্ঠানে যোগ দিতে সকাল আটটার দিকে খাওয়া-দাওয়া না করেই বাড়ি থেকে বের হয়ে কলেজে আসেন তারা। সকাল ১০টার দিকে কলেজের অনুষ্ঠানে অংশ নেন তারা। এসময় প্রচণ্ড রোদ ছিল। এতে মাথা ঘুরে পড়ে যান তারা। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।
কলেজের শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রাতঃসমাবেশে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শপথ বাক্য পাঠ করান এমপি কাজী নাবিল আহমদ। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। তখন অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ সাইফুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম