শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৭:৫০:০০

জামায়াতের বৈঠকে বাধা, দুই আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে আহত

জামায়াতের বৈঠকে বাধা, দুই আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে আহত

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জামায়াতের গোপন বৈঠকে বাধা দিতে গেলে আওয়ামীলীগ’র দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় স্থানীয়দের সহায়তায় ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাদা লস্কর তিন জামায়াত কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে দুইটি চাঁদা আদায়ের রশিদ, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ভৈরব পাশা ইউরিয়নের বহরম পুরগ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে নাশকতা  করার উদ্দেশ্যে ভৈরব পাশাই উনিয়নের বহরমপুর গ্রামে উপজেলা জামায়াতের সাবেক আমির মালেক মৃধার বাড়িতে বৈঠক করছিল ২০/২৫ জনজামায়াত শিবিরের নেতাকর্মী। খবর পেয়ে ভৈরব পাশাই উনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ড সভাপতি শাহজাদা লস্কর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল কয়েকজন সঙ্গীকে নিয়ে বাড়িটি ঘেরাও করে। টের পেয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বৈঠক থেকে বেরিয়ে চাকু, লোহার রড ও লাঠি নিয়ে তাদের উপড় হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ওই দুই নেতাক। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে তিন জামায়াত কর্মীকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে সাথে সাথে নলছিটি থানার এসআই মাঈনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন নলছিটি উপজেলাজামায়াতের রোকন মাওলানা সাইদুর রহমান, নাসিরউদ্দিন ও মো. শাহাবুদ্দিন। তাদের কাছ থেকে দুইটি চাঁদা আদায়ের রশিদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহামুদ।
০৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে