মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির পুরানো স্টেডিয়ামে আয়োজিত ৩দিন ব্যাপী জেলা ইজতেমার আজ দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
ইজতেমার ময়দানের জু‘মার নামাজে স্মরণকালের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ বিশিষ্ট ব্যক্তি ও জেলাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এ জামাতে নামাজ আদায় করেন । বিদেশী নাগরিক এ ইজতেমায় যোগ দিয়েছেন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের নিরাপত্তাসহ আইন শৃংখলা রক্ষায় বিশেষভাবে প্রস্তুত রয়েছে জেলা পুলিশ। শহরের কামারপট্টি রোড চৌমাথা, থানার মোড়সহ যান চলাচল বুধবার সন্ধ্যা থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। প্রধান ৩টি প্রবেশদ্বারে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি। রয়েছে সিসি ক্যামেরা, সার্চার গেইট এবং জেলা পুলিশের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থাও।
ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম জু‘মার নামাজে ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও জাতির উন্নায়ন, অগ্রগতি ও সমৃদ্ধি এবং ইসলাম ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। নাজাজের পরপরই দ্বিতীয় পর্বের বয়ান শুরু হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ ইসলামের বিভিন্ন দিক আলোকপাত করেন।
আগামিকাল শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস