কাঁঠালিয়ায় বিআরটিসি বাস খাদে, আহত ২৫
মোঃ আমিনুল ইসলাম, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পরে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের কাঠালিয়া উপজেলার বান্দাঘাটা নামক স্থানে এ দুঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসকর্মীরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস ৫০ জন যাত্রীনিয়ে কাঠালিয়ার আমুয়া যাচ্ছিল। বাসটি বান্দাঘাটা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটানোর সময় রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায় বিআরটিসি বাসটি। এতে বাসের মধ্যে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে কাঠালিয়ার ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের গুরতর অবস্থায় উদ্ধার আমুয়া ও ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।
২৬নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�