ঝালকাঠি থেকে: গত ২৪ ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে ঝালকাঠি শহর ও শহরতলীর কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভ্যাকসিন সংকট থাকায় আংতক ছড়িয়ে পড়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের নথিপত্রে দেখা গেছে, রোববার ২৬ জন এবং সোমবার ১০ জন কুকুরের কামড়ে আহতরা চিকিৎসা নিতে যায় হাসপাতালে।
তবে আহতেদের স্বজনরা জানায়, ঝালকাঠি সদর হাসপাতালসহ ওষুধের দোকানগুলোতেও ভ্যাকসিন সংকট দেখা দেয়ায় অনেককে বরিশালে চিকিৎসার জন্য যেতে হয়।
ঝালকাঠি সদর হাসপাতাল কতৃপক্ষ জানায়, হঠাৎ করে কুকুরের কামড়ে এত সংখ্যাক আহত হওয়ায় তাদের হিমশিম খেতে হয়। তবে সাধ্যমত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানায়।
এমটি নিউজ/এপি/ডিসি