নিউজ ডেস্ক : যে ছেলেকে বড় করতে সারা জীবন কষ্ট করেছেন কৃষক বাবা। সেই ছেলে জমি ও বাড়ির লোভে বাবাকেই ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, বাবার সঙ্গে নিজের অসহায় বোনকেও তাড়িয়ে দেয়া হয়েছে। এখন বৃদ্ধ বাবা ও বোন আশ্রয়ের খোঁজে পথে পথে ঘুরছেন।
ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মো. খলিল ফরাজী (৭৫) নিজের ছেলে মো. শাহিন ফরাজীর (৪৫) বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
মেয়েসহ নিজের ঘরে আশ্রয় পেতে পুলিশের কাছে সাহায্যের আবেদন করেছেন। সোমবার সন্ধ্যায় রাজাপুর প্রেস ক্লাবে এসে নিজের এ কষ্টের কথা তুলে ধরেন তিনি।