বুধবার, ০৭ আগস্ট, ২০১৯, ০৭:৪৩:৪৪

লেখাপড়া ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ২৬ তরুণ-তরুণী আটক

লেখাপড়া ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ২৬ তরুণ-তরুণী আটক

ঝালকাঠি : পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেছেন, ‘সন্ধ্যার পর লেখাপড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি।’

লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সেদিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

ঝালকাঠি মিনি পার্ক, ডিসি পার্ক, গাবখান সেতু, ইকো পার্ক ও চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় ২৬ জন তরুণ-তরুণীকে আটক করে পুলিশ সুপার। তরুণ-তরুণীদের কাছ থেকে অভিভাবকের ফোন নম্বর নিয়ে আটকের বিষয়টি জানান তিনি।

তাদের সদর থানায় নেয়া হলে অভিভাবকরা গিয়ে সন্ধ্যার পর বাসার বাইরে রাখবে না এমন স্বীকারোক্তিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। সোমবার (৫ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে