রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৯:২৩

পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রলীগ নেতার নদীতে ঝাঁপ

পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রলীগ নেতার নদীতে ঝাঁপ

ঝালকাঠি প্রতিনিধি : পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে। মামলায় গ্রেপ্তার এড়াতেই জেলা ছাত্রলীগের ওই নেতা নদীতে ঝাঁপ দেন বলে জানা গেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের সিটিপার্ক রোডের হাবিব মিয়ার সমিল সংলগ্ন এলাকায় সুগন্ধা নদীতে ঝাঁপ দেন তিনি। রাত সাড়ে ৭টায় পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। জানা গেছে, ঝালকাঠি জেলা ছাত্রলীগ নেতা মো. সুমনকে (২৫) উদ্ধারে ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ওই নদীতে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ট্রলার নিয়ে সুমনের খোঁজে নেমেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি জেলা পুলিশের সহকারী কমিশনার (এসি) মাহমুদ হাসান গণমাধ্যমকে জানান, জেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুজ্জামান লিমন নকিব এবং অপর নেতা মো. সুমনসহ অজ্ঞাত আরো পাঁচজনের বিরুদ্ধে রোববার সদর থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন আলী খান। মামলা দায়েরের পর থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম শহরের কাটপট্টি এলাকার বাসিন্দা মুজিবুর রহমান নকিবের ছেলে লিমন নকিবকে গ্রেপ্তার করে। এসময় শহরের বাঁশপট্টি এলাকার বাসিন্দার সেকেন্দার আলীর ছেলে ছাত্রলীগ নেতা সুমনকেও গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন শহরের মসজিদ বাড়ি সড়ক থেকে দৌড় সুগন্ধ্যা নদীতে ঝাঁপ দেয়। ছাত্রলীগ নেতা সুমনের পরিবারের দাবি, ঝালকাঠি থানার এসআই জসিমের নেতৃত্বে পুলিশ সুমনকে গ্রেপ্তার করে। পরে থানায় নিয়ে যাওয়ার পথে সে দৌড়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীতে পড়ে যাওয়ার পর বাঁচার জন্য সুমন আকুতি জানালেও পুলিশ বাঁচানোর চেষ্টা করেনি। নদীতে তার ছেলের মৃত্যু হলে পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সুমনের বাবা সেকেন্দার আলী। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে